মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

শিরোনাম

জরিপ/বাইডেনের চেয়ে ছয় শতাংশ এগিয়ে ট্রাম্প

শুক্রবার, জানুয়ারী ২৬, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যোটিক পাটির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীরা। নির্বাচন নিয়ে ইতিমধ্যিই নানা জনমত জরিপ আসতে শুরু করেছে। সবশেষ বিভিন্ন অঙ্গরাজ্যে চালানো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স/ইপসস পরিচালিত জরিপে দেখা গেছে, বাইডেনের চেয়ে অন্তত ছয় শতাংশ এগিয়ে আছেন ট্রাম্প।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এ জরিপের ফল প্রকাশ করা হয়।

বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাপ্তবয়স্ক এক হাজার ২৫০ মার্কিনি জরিপে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৪০ শতাংশ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা বলেছেন। অন্য দিকে, ৩৪ শতাংশ মার্কিনি বর্তমান প্রেসেডন্ট জো বাইডেনকে সমর্থন দেয়ার কথা জানিয়েছেন। বাকিরা এখনো কোন পক্ষকে সমর্থনের কথা জানাননি।

সোমবার (২২ জানুয়ারি) থেকে বুধবার (২৪ জানুয়ারি) পর্যন্ত জরিপটি পরিচালনা করা হয়।

জরিপ বলছে, ‘৬৭ শতংশ উত্তরদাতা বলছেন, তারা প্রেসিডেন্ট নির্বাচনে একই প্রার্থী দেখে ক্লান্ত হয়ে পড়েছেন। তারা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নয়া কাউকে চান।’

এ দিকে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে আইওয়া জয়ের পর মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিউ হ্যাম্পশায়ারেও জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে পরাজিত করে এই জয়ের মধ্য দিয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভের দৌড়ে আরো এগিয়ে গেছেন ট্রাম্প।

অন্য দিকে, নির্বাচন সামনে রেখে কয়েক সপ্তাহ পূর্বেই প্রচারণা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, স্বস্তি নিয়ে এ যুদ্ধে নামতে পারেননি তিনি। ইসরাইলকে একপাক্ষিক সমর্থন আর যুক্তরাষ্ট্রের অর্থনীতির টালমাটাল অবস্থায় নিজের প্রেসিডেন্ট পদ পুনরুদ্ধার নিয়ে ঘোর অনিশ্চয়তায় তার ভাগ্য।

বুধবার (২৪ জানুয়ারি) ওয়াশিংটনে ‘ইউনাইটেড অটো ওয়ার্কার্স’ সংগঠনের রাজনৈতিক সম্মেলনে অংশ নেন জো বাইডেন। নিজেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শ্রমিকবান্ধব প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন তিনি।

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে এবার জো বাইডেনকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে স্বীকার করেছেন তার নির্বাচনী ক্যাম্পেইনের উপদেষ্টা। গাজা ইস্যুতে ডেমোক্র্যাট দলের মধ্যে বাইডেনের সমালোচনার পাশাপাশি এবার তা যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। এতে নির্বাচনী মূল লড়াই শুরুর পূর্বেই বাইডেন পিছিয়ে পড়েছেন বলে ধারণা তার।