জর্জিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য জর্জিয়ায় একটি ডক ওয়াকওয়ে ধসে সাতজন নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। সংবাদ এএফপির।
একটি দ্বীপে উৎসব উপলক্ষে ভিড়ের কারণে এই দুর্ঘটনা ঘটে।
জর্জিয়ার প্রাকৃতিক সম্পদ বিভাগ বিবৃতিতে সাতজনের মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছে।
দ্বীপটিতে আফ্রিকান বংশোদ্ভূত গুল্লা-গিচি সম্প্রদায়, যারা এক সময় দক্ষিণ মার্কিন প্ল্যান্টেশনে ক্রীতদাস ছিল, তাদের একটি উৎসব উদযাপন করার সময় এ পতন ঘটে।
দক্ষিণ-পূর্ব মার্কিন উপকূল বরাবর ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপগুলো বিচ্ছিন্ন, এখানে বসবাসকারী তাদের পূর্বপুরুষরা ছিল স্থল ও সমুদ্রের উপর নির্ভরশীল। তারা তাদের নিজস্ব সংস্কৃতি ধরে রেখেছে এবং এমন কি তারা তাদের নিজস্ব ক্রেওল ভাষায় কথা বলে।
জর্জিয়ার প্রাকৃতিক সম্পদ বিভাগ জানিয়েছে, ঘটনাটির তদন্ত করা হচ্ছে।