মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

জর্জিয়ায় স্কুলের কম্পাউন্ডে আচমকা গুলাগুলি, প্রাণ গেল চারজনের

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪

প্রিন্ট করুন

জর্জিয়া, যুক্তরাষ্ট্র: ফের বন্দুক হামলার ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে। জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাইস্কুলে এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত নয়জন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল দশটা ২০ মিনিটের দিকে হয় এ অস্ত্র সহিংসতা। এ ঘটনায় আটক করা হয়েছে ওই স্কুলেরই এক ছাত্রকে। পুলিশি হেফাজতে রাখা হয়েছে সন্দেহভাজন ১৪ বছরের কিশোরকে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনেো। কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তাও জানায়নি জর্জিয়া পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্কুল কম্পাউন্ডে আচমকা শুরু হয় গোলাগুলি। নিহতদের মধ্যে দুইজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। ছুটে আসে অভিভাবকরাও।

এ দিকে, বিদ্যালয়ে গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। তাৎক্ষণিকভাবে বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন, ‘একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না।’

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘আমাদের দেশে বন্দুক সহিংসতার এ মহামারিকে নিশ্চিহ্ন করতে হবে।’