ঢাকা, দক্ষিণ: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম আগামী শনিবার (১৯ আগস্ট) বিকাল চারটায় বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে ভারতে নিরীহ মুসলিম গণহত্যা, বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের প্রতিবাদ, সন্ত্রাসী হামলায় নিহত মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করীমের খুনীদের দ্রুত গ্রেফতার, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন।
সমাবেশ সফল করার লক্ষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাদ আসর নগর দক্ষিণ আয়োজিত মত বিনিময় সভায় এ আহ্বান জানান।
এতে সভাপতির বক্তৃতায় তিন বলেন, ‘ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করতে হবে। মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করীমের খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।’
মুহাম্মদ ইমতিয়াজ আলম আরো বলেন, ‘জাতি আওয়ামী দুঃশাসনের অবসান চায়, আওয়ামী বন্দীশালা থেকে মুক্তি চায়। জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু, অবাদ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশবাসী অধীর আগ্রহ করছেন।’
দেশবাসীর দাবি পূরণের লক্ষে শনিবারের (১৯ আগস্ট) সমাবেশ সফল করার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
নগর দক্ষিণ সেক্রেটারি শহীদুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক আবু তাহের, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল আহাদ প্রমুখ।