রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

শিরোনাম

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপন

বুধবার, এপ্রিল ৯, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: বাংলাদেশের স্বাধীনতা দিবস, জাতীয় দিবস ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে জাতীয় পার্টি (জাপা) যুক্তরাষ্ট্র শাখা।

শনিবার (৫ এপ্রিল) বিকালে নিউইয়র্ক সিটির এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার ও জসিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি শফিউল আলম ও মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ মো. আব্দুল করিম, যুগ্ম সাংগঠনিক মীর জাকির, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, দপ্তর সম্পাদক আব্দুল মোতালেব, কোষাধক্ষ্য জিএম ইলিয়াস, সদস্য ওয়ারিস আলী, মো. জিন্নাহ, আব্দুল আউয়াল মুন্না, কানিজ ফাতেমা, রোকসানা হালিম।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।

৭১’-এর শহীদ, শহীদ বীর মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী ও ২০২৪ জুলাই -আগস্ট শহীদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।

বক্তারা বলেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জলময় অধ্যায় সংযোজন করেছে এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যাবস্থা মেরামতে তথ্য সংস্কারের এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে, ১৪৩২ বঙ্গাব্দের পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ যে বাংলাদেশের মানুষকে নতুন কিছু উপহার দিবে তা ইতিমধ্যেই সুস্পষ্ট হয়েছে। এই দিবসটিকে বলা হয় বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক জাতীয় দিবস।’