নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: জাতীয় শোক দিবস ২০২৩ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে ওজন পার্কের হীল ষ্ট্রীট অ্যাসোসিয়েশন। এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিউইয়র্কের ব্রুকলিনের ৩৩ হীল ষ্ট্রীটে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম ইরান। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী সম্পাদক মো. সোলাইমান আলী।
কর্মসূচির প্রধান আয়োজক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত সমর্থক সাকিব হায়দার।
কর্মসূচি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন শোভন, মিজানুর রহমান, আবু ফারুক রানা কামরুজ্জামান ও সুমন।