শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

জালিয়াতির মামলায় ট্রাম্পকে টানা সাত ঘণ্টা জেরা

শনিবার, এপ্রিল ১৫, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরানো এক জালিয়াতির মামলায় ফের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গেল বছর নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেতিশিয়া জেমসের করা ওই মামলায় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) প্রায় সাত ঘণ্টা ধরে নানা প্রশ্নে তাকে রীতিমত জর্জরিত করেন আইনজীবীরা।

যৌন কেলেঙ্কারির এক মামলায় বিচারাধীন রয়েছেন ট্রাম্প। ওই মামলায় সম্প্রতি (৪ এপ্রিল) নিউইয়র্কের আদালতে হাজিরা দেন তিনি। ওই দিন তাকে আদালতে গ্রেফতার দেখানো হয়। তবে শুনানি শেষে হওয়ার পরপরই জামিন পান তিনি।

তবে, পুরানো এক মামলায় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) অ্যাটর্নি জেনারেল লেতিশিয়ার ম্যানহাটনের অফিসে হাজিরা দিতে হয় ট্রাম্পকে। গেল বছরের সেপ্টেম্বরে ট্রাম্প ও তার তিন সন্তানের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল। ট্রাম্প পরিবার ও তার সংস্থা ২০১১ থেকে ২০২১ সালে ‌‘অসংখ্য’ জালিয়াতি করেছেন বলে অভিযোগ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেলের দাবি, ট্রাম্প ও তার তিন সন্তান তাদের মোট সম্পদের ব্যাপারে মার্কিন ব্যাংকগুলোকে ভুল তথ্য দিয়েছেন। আরো দাবি করা হয়, ট্রাম্প তার মালিকানাধীন হোটেল, গলফ কোর্সের মূল্য অনেক বেশি বলে দাবি করেছিলেন। এমন আচরণের কারণে ব্যাংকগুলো বিভ্রান্ত হয়েছে। এর জন্য ২৫ কোটি ডলারের ক্ষতিপূরণও দাবি করেন আইনজীবী লেটিসিয়া।

ট্রাম্প তার বিরুদ্ধে ওঠা তথ্য গোপন ও প্রতারণার অভিযোগ সেই শুরু থেকেই অস্বীকার করে আসছেন। তাছাড়া, ট্রাম্প অর্গানাইজেশন বলেছে, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। নতুন করে জিজ্ঞাসাবাদের আগেও এ মামলাটিকে ‘বর্ণবাদী’ ও ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেন ট্রাম্প।’

এ মামলায় ট্রাম্পের আইনজীবী আলিনা হাব্বা বলেছেন, ‘বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত তার মক্কেল ট্রাম্প।’

এরপরই ফ্লোরিডা থেকে নিউইয়র্কে আসেন ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ম্যানহাটনে অ্যাটর্নি জেনারেলের অফিসে তাকে টানা সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

কিন্তু এ সাত ঘণ্টায় তাকে কি কি প্রশ্ন করা হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে ট্রাম্পের আইনজীবীর দাবি, তাকে ব্যবসায়িক সাফল্যের কাহিনী জানতে চাওয়া হয়েছে।