শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

জিপিএ-৫ পেয়েছে ফাহিমা ইয়াসমিন তামান্না

শনিবার, আগস্ট ৫, ২০২৩

প্রিন্ট করুন

সিলেট: সিলেটের মীরের ময়দান ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে (জিপিএ-৫) পেয়ে উত্তীর্ণ হয়েছে ফাহিমা ইয়াসমিন তামান্না। পরিক্ষার মোট এক হাজার ৩০০ নম্বরের মধ্যে তার অর্জিত নম্বর এক হাজার ১৭৬।

ফাহিমা ইয়াসমিন তামান্না সিলেট শহরের মিয়া ফাজিল এলাকার ব্যাংকার আবুল কালাম আজাদ ও সিতারা বেগমের কন্যা। সে হবিগঞ্জের সিনিয়র সাংবাদিক কিবরিয়া চৌধুরীর খালাতো বোন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফাহিম ইয়াসমিন তামান্না জানায়, জিপিএ-৫ পেয়ে অনেক খুশি লাগছে। আমার সাফল্যের পেছনে রয়েছেন বাবা-মা, উৎসাহ আর সমর্থন পেয়েছি শিক্ষকদের ও শুভাকাঙ্ক্ষীর। তারা সব সময় সাহস জুগিয়েছেন, দিয়েছেন প্রেরণা।

সে এই সাফল্যের জন্য সৃষ্টিকর্তা, তার শিক্ষকমণ্ডলী, বাবা-মাসহ সব শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে ভাল ফলাফল করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। সে সকলের কাছে দোয়াপ্রার্থী।