জর্জিয়া, যুক্তরাষ্ট্র: নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে আগামী ৯ জানুয়ারি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সেইসঙ্গে প্রয়াত এই প্রেসিডেন্টের জন্য আমেরিকানদের প্রার্থনা করারও আহ্বান জানিয়েছেন তিনি।
এএফপির বরাতে সোমবার (৩০ ডিসেম্বর) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
হোয়াইট হাউসে ভাষণে বাইডেন বলেন, ‘আমি মার্কিন জনগণকে সেই দিন (৯ জানুয়ারি) তাদের নিজ নিজ উপাসনালয়ে সমবেত হওয়ার আহ্বান জানাচ্ছি সাবেক প্রেসিডেন্ট জেমস আর্ল কার্টার, জুনিয়রের প্রতি শ্রদ্ধা জানাতে।’
তিনি বলেন, ‘আমি বিশ্ববাসীকেও আমন্ত্রণ জানাচ্ছি। তারা যেন গৌরবময় শোকে আমাদের সঙ্গে যোগ দিয়ে দুঃখ ভাগ করে নেয়।’
রোববার (২৯ ডিসেম্বর) বিকালে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনসে ১০০ বছর বয়সে নিজ বাড়িতে মারা যান জিমি কার্টার। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কার্টার সেন্টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত জিমি কার্টার ১৯৭৭-১৯৮১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার। এই কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।