নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (৪ অক্টোবর) জেপিএমের প্রধান নির্বাহী জেমি ডিমন তাকে সমর্থন দিয়েছেন মর্মে একটি সংবাদ প্রচার করেছেন। কিন্তু, জেপিএমের মুখপাত্র জো ইভাঞ্জেলিস্টি জেমি ডিমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোন পক্ষ নেননি বলে জানিয়েছেন। সংবাদ এএফপির।
ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্মে ডিমনের একটি ছবি পোস্ট করে শিরোনাম দিয়েছেন, ‘নতুন: জেপিএম অরগান চেজের সিইও জেমি ডিমন, প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে সমর্থন করেছেন।’
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে ট্রাম্পের পোস্ট করা আইটেমটি অন্য একটি সোশ্যাল মিডিয়ায় রিপোস্ট করতে দেখা যায়।
কিন্তু, জেপিএমের এক মুখপাত্র বলেন, ‘জেমি ডিমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোন পক্ষ নেননি।’
জেপিএম অরগানের মুখপাত্র জো ইভাঞ্জেলিস্টি এএফপিকে একটি ইমেইলে জানান, ‘এ সংবাদ মিথ্যা’। ‘জেমি কোন প্রার্থীকে সমর্থন করেননি।’
ট্রাম্প গেল আগস্টে সুপারস্টার গায়ক টেইলর সুইফট তার প্রেসিডেন্ট প্রচারণাকে সমর্থন করেছেন বলে মনে হয়- এমন জাল ছবি শেয়ার করেছিলেন।
কিন্তু, সুইফট ট্রাম্পের প্রতিপক্ষ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেন। গেল ১১ সেপ্টেম্বরের একটি ইনস্টাগ্রাম পোস্টে সুইফট লিখেছেন, ট্রাম্পের শেয়ার করা বানানো ছবিগুলো ‘এআই সম্পর্কে আমার মধ্যে ভয় ও ভুল তথ্য ছড়ানোর বিপদ জাগিয়ে তুলেছে।’
সুইফট বলেছেন, ‘ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার সহজ উপায় হল সত্যের সাথে থাকা।’