নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: জেল হত্যা দিবস উপলক্ষে রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সিটির ওজনপার্কের লাবণ্য রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিপাবলিকান পার্টির ইউএস কংগ্রেসম্যান পল কিং।
অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদুল হাসান, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়। বক্তব্য দেন সদস্য সোলেয়মান আলী, হিন্দোল কাদির বাপ্পা, শাহানারা রহমান, আশরাফুজ্জামান, মুজিবুর রহমান, শাহীন আজমল, রফিকুর রহমান,দুরুদ মিয়া রনেল, শাহনাজ মমতাজ, মুর্শেদা জামান, দুলাল বিল্লাহ, ইমদাদ ভূইয়া, সৈয়দ কিবরিয়া জামান, খান শওকত, গাজী লিটন, সাখাওয়াত চঞ্চল, জাহিদ হাসান, নুরুল করিম জুয়েল, শেখ শফিকুর রহমান, মোশাহীদ চৌধুরী প্রমূখ।
সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীতের সঙ্গে দাঁড়িয়ে সম্মান দেখানো হয়। দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম।