বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

শিরোনাম

জো বাইডেনের কথিত উপদেষ্টা আরেফি শ্রীঘরে

সোমবার, অক্টোবর ৩০, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: মিথ্যা পরিচয়ে বিশ্বাসভঙ্গের মামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দেয়া জাহিদুল ইসলাম আরেফিকে শ্রীঘরে পাঠানো হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর সুজানুর ইসলাম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহ আলম।

রোববার (২৯ অক্টোবর) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাহিদুল ইসলাম আরেফিকে আটক করা হয়।

বলে রাখা ভাল, শনিবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে একটি প্রতিনিধি দল বিএনপির কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এরপর জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জাহিদুল ইসলাম আরেফি নামের ওই ব্যক্তি। এক পর্যায়ে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয়।

ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, জাহিদুল ইসলাম আরেফি যুক্তরাষ্ট্রের সরকারের কেউ না।

প্রাপ্ত তথ্য মতে, জাহিদুল ইসলাম আরেফির ডাক নাম বেল্লাল। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। মাঝে মাঝে তিনি বাংলাদেশে আসেন।