বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

জ্যাকসন হাইটসে ‘আব্দুল্লাহ স্যুইটস অ্যান্ড রেস্টুরেন্ট’ পুনরায় চালু

সোমবার, ফেব্রুয়ারী ১৭, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ‘আব্দুল্লাহ স্যুইটস অ্যান্ড রেস্টুরেন্ট’ নতুন আঙ্গিকে চালু করা হয়েছে। জ্যাকসন হাইটসে রেস্টুরেন্টটি ৬ মাস আগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর সেটিকে পরিপাটি করে সাজিয়ে পুনরায় গ্রহকের জন্যে উম্মুক্ত করা উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিল পরিচালনা করেন হাফেজ সাঈদ রব্বানী।

রেস্টুরেন্টের মালিক সুলতান আহমেদ বলেন, ‘কমিউনিটির সকলের আন্তরিক সহায়তায় আব্দুল্লাহ স্যুইটস অ্যান্ড রেস্টুরেন্ট আবার রচিসম্মত খাবার ও রসগোল্লা নিয়ে হাজির হলো। আশা করছি, সকলকে তৃপ্ত করতে সক্ষম হবে।’

তিনি আরো বলেন, ‘বিশেষ করে আসন্ন রমজানের ইফতারি-বক্স এবার বহু আইটেমে বাজারজাত করতে সক্ষম হবো এবং দাম ধার্য করবো তুলনামূলকভাবে কম।

প্রসঙ্গত, আব্দুল্লাহ স্যুইটসের প্রথম শাখা ব্যবসায় চালাচ্ছে এই সিটির ব্রুকলীনে। এটি হচ্ছে দ্বিতীয় শাখা- যেখান থেকে কমিউনিটির প্রথম পছন্দের রসগোল্লা ও জিলাপি হ্রাসকৃত দামে বিক্রি করা হচ্ছে।