রবিবার, ১৮ মে ২০২৫

শিরোনাম

জ্যাকসন হাইটসে প্রবাসী শেরপুর জেলা সমিতির পিঠা উৎসব

সোমবার, মে ৫, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএর বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনীও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলে এ উপলক্ষে শেরপুর জেলার প্রবাসীদের মিলনমেলা বসেছিল। অনুষ্ঠানে সকলেই পারস্পরিক সহযোগিতায় কমিউনিটি ও ফেলে আসা স্বদেশের কল্যাণে নিবেদিত থাকার সংকল্প ব্যক্ত করেছেন। আমেরিকান স্বপ্ন পূরণে ঐক্যের বিকল্প নেই এবং সেই অভিপ্রায়ে সকলকে মূলধারার রাজনীতিতে আরো জোরালো ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান অতিথিরা। উৎসবে ঈদের আমেজে পিঠাও পরিবেশন করা হয়।

সংগঠনের সভাপতি প্রদোষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো ছায়েদুল হক ঝন্টুর সঞ্চালনায় উৎসবে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা জান্নাত রহমান।

প্রধান আলোচক ছিলেন সাংবাদিক মো আবুল কাশেম। অতিথি ছিলেন ব্রঙ্কস কম্যুনিটি বোর্ড-৯’-এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার।

অনুষ্ঠানে স্ট্যাটেন ইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট কাজী নয়ন যে কোন ত্যাগের বিনিময়ে জাতীয়ভিত্তিক ঐক্যে অটুট রাখার আহ্বান।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি মামুন রাশেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক নাইস চৌধুরী।