শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

জ্যাকসন হাইটসে রূপসী চাঁদপুরবাসীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শনিবার, মার্চ ১৫, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ভাবগম্ভীর পরিবেশ ও সৌহার্দ্য সম্প্রীতির মধ্য দিয়ে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্কের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চাঁদপুরবাসীসহ প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক চাঁদপুরবাসী, নিউইয়র্ক ও আশেপাশের রাজ্য থেকে আসা বাংলাদেশীদের উপস্থিতিতে রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের এবারেরর ইফতার মাহফিল চাঁদপুরবাসীর মিলন মেলায় পরিণত হয়।

সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম মাছুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম মনিরের পরিচালনায় মাহফিলের কোরআন তেলওয়াত করেন মোহাম্মদ আবু বকর।

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউ ইয়র্কের পক্ষ থেকে আগত সকলকে ইফতার ও দোয়ার মাহফিলকে সাফল্যমন্ডিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাথে থাকার জন্য সকলকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়। ইফতার মাহফিলের দোয়ায় চাঁদপুরবাসীসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়ের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

ইফতার মাহফিলে অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এবি সিদ্দিক পাটোয়ারি, সিনিয়র সহ সভাপতি ইউনুস সরকার, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, ইফতার মাহফিলের আহ্বায়ক মোহাম্মদ আবু বকর ও সদস্য সচিব ফয়েজ আহমেদ, সংগঠনের উপদেষ্টা হারুন ভুইয়া, নাজমুল আহসান, আমিন খান জাকির, শাহাদাত হোসেন, মামুন মিয়াজী, জামান তপন, মনির হোসেন, সাবেক সভাপতি ফারুক হোসেন মজুমদার, সহ সভাপতি মোবারক হোসাইন, রেজাউর রহমান রাজু, নূরুল আলম মজুমদার, সোহেল গাজী, মোহাম্মদ সোহেল, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা আবুল কাশেম, সেলিম বক্সার, জাবেদ উদ্দিন, আবদুস সামাদ টিটো প্রমুখ

অনুষ্ঠানে ফখরুল ইসলাম মাছুম ইফতার ও দোয়া মাহফিল সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি ইফতারপূর্ব বক্তব্যে বলেন, ‘আমাদের এই সংগঠনের পক্ষ থেকে ৩ লাখ টাকা খরচ করে চাঁদপুরে এক অসহায় পরিবারকে ঘর তৈরি করে দেয়া হয়েছে।’

‘এ ছাড়াও চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে ১ হাজার প্যাকেট ইফতার গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রবাসী চাঁদপুরবাসীর জন্য আরো ১০০ কবরের বুকিং দেয়া হয়েছে।’

তিনি এই সংগঠনকে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক নূরে আলম মনির ইফতার ও দোয়া মাহফিলে যারা অংশগ্রহণ এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।