চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় নাট্য সংগঠন ‘অ্যাঁভাগার্ড’ মঞ্চস্থ করেছে তাদের আরো একটি সফল নাটক ‘টেকনিক্যাল প্রবলেম।’ এটি ছিল এ নাটকের ১৩তম মঞ্চায়ন।
বিশ্বাস বিজ্ঞানকে নিয়ন্ত্রণ করবে, নাকি বিজ্ঞান বিশ্বাসকে? মানুষ বিভ্রান্ত হচ্ছে কোনটি নেবে? বিজ্ঞান না বিশ্বাস? রাজনৈতিক, প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষক, খেলোয়াড়সহ সবাই নিজেদের ব্যর্থতা, অদক্ষতা ও অযোগ্যতাকে ‘টেকনিক্যাল প্রবলেম’ শব্দজোড়ায় আড়াল করতে ব্যস্ত-সমস্ত। যার অপর পিঠে লুকায়িত অনাকাঙ্ক্ষিত সত্য, বিভৎস-ভয়াবহতা, ছলচাতুরীর নির্মম নৃশংসতা। শোষণের হিংস্র থাবা, সাম্রাজ্যবাদী আগ্রাসনের নিষ্ঠুর উল্লাস, অর্থনৈতিক ঘাতকের কুটকৌশল, নীল-নকশা ‘টেকনিক্যাল প্রবলেম’ এর অজুহাত।
‘টেকনিক্যাল প্রবলেম’ নাটকটি রচনা করেছেন মোকাদ্দেম মোরশেদ। তার এ নাটকের অনেকগুলো সংলাপ বাণীস্বরূপ। মানুষ বিভ্রান্ত হচ্ছে কোনটি নেবে ‘হোলি বুক’ না ‘ইভোলিউশন’? ‘যেখানে সম্প্রদায় ব্যাপারটাই থাকবে না, সেখানে অসাম্প্রদায়িক হওয়ার কোন সুযোগ নেই।’ ‘প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম, সবাই বলে, ইট’স এ টেকনিকেল প্রভলেম’ ইত্যাদি সংলাপ দর্শকে মুগ্ধ করেছে।
নাটকটি নির্দেশনা দিয়েছেন ‘অ্যাঁভাগার্ড’ এর দল প্রধান শামসুল কবির লিটন। নির্দেশক এ নাটকের নির্দেশনায় অসাধারণত্ব দেখাতে সক্ষম হয়েছেন।
নাটকটিতে অভিনয় করেছেন সুমন টিংকু, সিরাজাম মুনিরা স্বর্ণা, মো. পারভেজ প্রমুখ।