শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

টেক্সাসে ট্রেনে আটকে পড়া অভিবাসী প্রত্যাশী দুইজনের মৃত্যু

শনিবার, মার্চ ২৫, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াকো, যুক্তরাষ্ট্র: বেনামী জরুরি টেলিফোনের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে পুলিশ ট্রেন থামিয়ে দমবন্ধ অবস্থায় থাকা ১৫ অভিবাসীকে উদ্ধার করেছে। এর মধ্যে দুই জনকে মৃত ঘোষণা করা হয়। শুক্রবার (২৪ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। টেক্সাসের পুলিশ এ তথ্য জানিয়েছে।

সান এন্তোনিও শহরের কাছে দক্ষিণ টেক্সাসের নিপ্পার পূর্বাঞ্চলে ‘দ্য ইউএস বর্ডার পেট্রোল’ ট্রেনটি থামায়। তারা অভিবাসন প্রত্যাশী প্রায় ১৫ জনকে উদ্ধার করে; যাদের জরুরি চিকিৎসা দরকার ছিল। এদের পাঁচজনকে সান এন্তোনিওর হাসপাতালে, আরো পাঁচজনকে এলাকার হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে। তাদের অবস্থা জানা যায়নি।

উদ্ধার হওয়ার এসব অভিবাসন প্রত্যাশীর মধ্যে দুইজনের মারা যাওয়ার ঘোষণা দেয়া হয়।

পুলিশ স্থানীয় সময় বিকাল তিনটা ৫০ মিনিটে জরুরি ফোন কল পেয়ে ট্রেনটি থামায়। তখন ওই এলাকার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।

পুলিশ বলেছে, ‘ইউনিয়ন প্যাসিফিক একটি মালবাহী রেলপথ কোম্পানি এ ঘটনার তদন্তে নেতৃত্বে দেবে।’