বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

টেনেসিতে সড়ক দুর্ঘটনায় ভারতীয় শিক্ষার্থী নিহত, আহত দুই

রবিবার, ডিসেম্বর ১৫, ২০২৪

প্রিন্ট করুন

মেমফিস, টেনেসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ভারতীয় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সংবাদ এনডিটিভির।

শুক্রবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের মেমফিস শহরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের বহরকারী গাড়িটির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়।

নিহত শিক্ষার্থীর নাম নাগা শ্রী বন্দনা পরিমালা। তার বয়স ২৬ বছর। তিনি মেমফিস বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের স্নাতকোত্তর (এমএস) ডিগ্রির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরিমালার বাড়ি ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের গুন্টুর জেলায়। তার বাবা একজন ব্যবসায়ী। পরিমালা ২০২২ সালে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

এ ঘটনায় অন্য দুই শিক্ষার্থী পবন ও নিকিতকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে, একটি গাড়ি (ব্রেক করতে) থামতে ব্যর্থ হয়ে অন্য গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।