পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র: মোহাম্মদ আরিফ: জীবনের দুই মেরুতে দাঁড়িয়ে একসাথে এগিয়ে চলা মানুষটির নাম মোহাম্মদ আখলাকুর রহমান। একদিকে গবেষণাগারের নিখুঁত গণনা, অন্যদিকে টেবিল টেনিসের কোর্টে ঝড় তুলছেন। বাংলাদেশে জন্ম, এখন ফিলাডেলফিয়ায় প্রবাস জীবন। কাজ করছেন স্পার্ক থেরাপিউটিকসে (রোশে), পদবী লিড এনালিটিকেল ডেভেলপমেন্ট সায়েন্টিস্ট।
সম্প্রতি বাংলাদেশ টেবিল টেনিস সম্প্রসারণ উদ্যোগের চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে তাঁকে মনোনীত করা হয়েছে। খবরটা বড়। কারণ পেছনে আছে দীর্ঘ পথচলা- মাঠে ও জীবনে।
আখলাক ছিলেন বাংলাদেশ জাতীয় জুনিয়র টেবিল টেনিস দলের চার বারের চ্যাম্পিয়ন। সেই সময় থেকেই শুরু। এরপর উচ্চশিক্ষা জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজিতে পিএইচডি। কাজ করেছেন বাংলাদেশ, নিউজিল্যান্ড, জাপান আর যুক্তরাষ্ট্রের বড় বড় গবেষণা প্রতিষ্ঠানে।
তবে খেলাধুলার প্রেমটা ছাড়েননি। এখন তিনি একজন ইউএসএটিটি রেটেড খেলোয়াড়। গত সেপ্টেম্বরে মিশিগানে অনুষ্ঠিত উত্তর আমেরিকার বাংলাদেশি টেবিল টেনিস টুর্নামেন্টে নিউইয়র্ক ওয়ারিয়র্স দলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
এরপর একের পর এক সাফল্য- ফেব্রুয়ারিতে ক্লাব- ১৮ টুর্নামেন্টে ডাবলস চ্যাম্পিয়ন (ডেলাওয়্যার); এপ্রিল ২০২৫: নিউ জার্সিতে ডাবলসে রানার-আপ; ইউ২১০০ সিঙ্গেল- নিউ জার্সিতে রানার-আপ; লিলিওয়াইইপি- আরও একটি রানার-আপ ট্রফি; টরন্টো- ডাবলস চ্যাম্পিয়ন, সিঙ্গেল রানার-আপ; ওয়াশিংটনে জেইউআইসি নর্থ আমেরিকান টিম চ্যাম্পিয়নশিপে ফাইনালিস্ট।
আখলাক বলেন, ‘দেশের জন্য কিছু করতে চাই। খেলাটা আমার শেকড়ের অংশ। টেবিল টেনিসের প্রেমটা বাঁচিয়ে রেখেছি বলেই আজ আমি নিজের জায়গা থেকে কিছু ফিরিয়ে দিতে পারছি।’