রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

টেলি ছবি ‘মায়া’র মহরত অনুষ্ঠিত

বুধবার, জুলাই ১০, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: টেলি ছবি ‘মায়া’র মহরত অনুষ্ঠান শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় সিটির আগ্রাবাদের হোটেল জামানে হয়েছে। এতে সভাপতিত্ব করেন দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদ হায়দার জীবন।

এম মোসলেহ উদ্দিন বাহারের সঞ্চালনায় অুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা। প্রধান আলোচক ছিলেন চসিকের প্রাক্তন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আবিদা আজাদ। বিশেষ অতিথি ছিলেন অভিনেতা সুনীল ধর, সুজিত দাস বাপ্পি, হাসান জাহাঙ্গীর, মোশাররফ ভূঁইয়া পলাশ, দুর্নীতি দমন ও আইনী সহায়তা কেন্দ্র চট্টগ্রাম বিভাগের প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন আকাশ, দুর্নীতি দমন ও আইনী সহায়তা কেন্দ্রের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন চৌধুরী বিপ্লব।

স্বাগত বক্তব্য দেন দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মেহেরুন নিপা। শুভেচ্ছা বক্তব্য দেন অভিনেত্রী নাসরিন হীরা, দূরর্বীন মিডিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য আরঙ্গজেব খাঁন সম্রাট, কন্ঠ শিল্পী আজমিরা বেগম মোনালিসা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ট্রাক মালিক সমিতির সদস্য মো. রিয়াজ উদ্দিন, আশার আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সালমান, নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এম মানসুর আলম, বায়েজিদ থানার যুগ্ম সাধারণ সম্পাদক এমডি নুর, প্যারামাউন্ট ইনসুরেন্সের আগ্রাবাদ ব্রাঞ্চ ইনচার্জ কামরুল আহসান উল্লাহ, ব্রাঞ্চ ম্যানেজার শাহীন আহমেদ সেলিম, ইউনিট ম্যানেজার ফাতেমা আক্তার ডলি, শিরিন আক্তার বিপাশা, মো. এছাক, আজীবন সদস্য মাহী চৌধুরী, মো. রাশেদ চৌধুরী, মো. তিতাস, শিল্পী বসাক, শিখা সেন, অভিনেতা টিএ তুহিন, এসভি খান, সাইফুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন মিতু আক্তার, বিবি কুলসুম, আহমেদ কামাল আফতাব, বড়ুয়া সীমান্ত, সাজ্জাদ হোসেন, সায়েম উদ্দিন, আউয়াল খান শাহীন, তানজিলা লুনা, অ্যাঞ্জেলা।