বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ট্রাম্পকে ‘খুশি রাখতে’ যে পরিকল্পনা করছে ভারত

বুধবার, জানুয়ারী ২২, ২০২৫

প্রিন্ট করুন

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাগ্রহণের মধ্য দিয়ে বিশ্ব ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলেই ধারণা করা হচ্ছে। অন্য অনেক দেশের মতো পরিবর্তনের এই ধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে উদগ্রীব ভারতও। এরই অংশ হিসেবে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে নানা পরিকল্পনা রয়েছে মোদি সরকারের।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘ট্রাম্পের জারি করা নতুন ভিসা নীতির কারণে দেশে ফিরতে হতে পারে ১৮ হাজারের বেশি ভারতীয়কে। আর নাগরিকদের ফিরিয়ে আনার এই উদ্যোগ নিতে পারে খোদ ভারত সরকারই। যার নেপথ্যের কারণ ‘ট্রাম্পকে খুশি করা’।’

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে একের পর এক নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেন পুরনো অনেক আইন। অভিবাসন থেকে পরিবেশ, সরকারি নিয়োগ থেকে নাগরিকত্ব, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্দেশনা জারির মাধ্যমে ওলট পালট করেছেন অনেক কিছুই।

পরে সংবাদ সম্মেলনেও নতুন প্রেসিডেন্ট খোলামেলা কথা বলেন বিভিন্ন বিষয়ে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জেলেনস্কির সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে পুতিনের সঙ্গে কথা হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। একইসঙ্গে, যুদ্ধ বন্ধে সমঝোতায় না এলে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এছাড়া, চীন ও কানাডার ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে আগে থেকেই তুমুল আলোচনা হচ্ছিল। এবার আরও একধাপ এগিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প হুমকি দিলেন ইউরোপীয় ইউনিয়নের ওপর বাণিজ্য শুল্ক আরোপের।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ দিন ধরে ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক আছে ইইউ’র।’ এই অবস্থা পরিবর্তনে বাণিজ্য শুল্ক আরোপ ছাড়া পথ নেই বলে মন্তব্য করেন তিনি।

অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেবেন তা আগেই জানিয়েছিলেন ট্রাম্প। এবার দীর্ঘ দিনের মার্কিন নীতি ভেঙে অবৈধ অভিবাসীদের ধরতে দেশটির শিক্ষা প্রতিষ্ঠান ও গির্জায় অভিযান চালানোর অনুমতি দিলেন তিনি। এরইমধ্যে অভিবাসন ও শুল্ক প্রয়োগ কর্তৃপক্ষকে এ বিষয়ে পূর্ণ ক্ষমতা দিয়েছেন ট্রাম্প।

এদিকে, মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের জারি করা নতুন নীতির কারণে দেশে ফিরতে হতে পারে বহু ভারতীয়কে। এরইমধ্যে প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে শনাক্ত করা হয়েছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।

যদিও প্রতিবেদনে বলা হয়েছে, ‘ট্রাম্পকে ‘খুশি করতেই’ যুক্তরাষ্ট্র থেকে নিজেদের ১৮ হাজার নাগরিককে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে ভারত সরকার।’