মানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্নাে তারকা স্টরমি ড্যানিয়েলকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেয়া সংক্রান্ত ফৌজদারি অভিযোগ খারিজ করার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন নিউইয়র্কের বিচারক। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করতে অস্বীকার করে ২৫ মার্চ মামলার বিচারের দিন ধার্য করেন বিচারপতি জুয়ান মার্চান। ট্রাম্পই প্রথম যুক্তরাষ্ট্রের প্রাক্তন কোন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন। খবর ইন্ডিয়া টুডে, সিবিএস নিউজের।
ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনের পূর্বে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলকে এক লাখ ৩০ হাজার ডলার দেয়ার ব্যাপারটি ধামাচাপা দেয়াসহ ৩৪টি অভিযোগ তুলে নিতে বলেছিলেন ট্রাম্প। কিন্তু, জুয়ান মার্চেন ট্রাম্পের এ অনুরোধ প্রত্যাখ্যান করতে দশ মিনিটেরও কম সময় নেন ও বিচারের তারিখ নির্ধারণ করেন। তিনি বলেন, ‘এ মুহুর্তে আমি আপনাকে জানাতে পারি যে, আমরা ২৫ মার্চ জুরি নির্বাচনের সাথে এগিয়ে যাচ্ছি।’
জুয়ান মার্চেন আদালতকে বলেছিলেন। পরে তিনি জানান যে, বিচার প্রক্রিয়া প্রায় ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে।
এ দিকে, মামলার শুনানি শুরু হওয়ার পূর্বে আদালত কক্ষের বাইরে বক্তৃতাকালে ট্রাম্প বলেন, ‘মামলাটি ‘গ্রেট ডাবল স্টার্ডাড’ ও ‘নির্বাচনে হস্তক্ষেপ।’
ট্রাম্প স্বীকার করেছেন যে, তিনি বিচার প্রক্রিয়া যাতে বিলম্বিত হয় তিনি সে চেষ্টা করছেন।
‘আমরা বিলম্ব চাই। আমি আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এগুচ্ছি। কিন্তু, মানহাটনের আদালতের কক্ষে বসে কিভাবে নির্বাচনের জন্য কাজ করা সম্ভব’’।
ট্রাম্প বার বার দাবি করে আসছেন এ মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এছাড়াও, ম্যানহাটন জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ যিনি একজন ডেমোক্র্যাট তার আনা অভিযোগের জন্য দোষী নন বলে দাবি করেন ট্রাম্প।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ জানাতে রিপাবলিকান মনোনয়ন দৌড়ে আছেন ট্রাম্প। তার বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলার এটি একটি।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টরমি ড্যানিয়েলসের সাথে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে এ ব্যাপারে মুখ না খুলতে তার পক্ষ থেকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেয়া হয়েছিল স্টরমিকে।