ওয়াশিংটন ডিসি: আর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতাগ্রহণকে কেন্দ্র করে গেল কিছু দিন এমনিতেই উত্তাল মার্কিন রাজনীতি। উদ্বেগ আছে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও। তবে, এরমধ্যেই যুক্তরাষ্ট্রে গুলি করে এক ভারতীয় যুবককে হত্যার ঘটনা ঘটেছে। সংবাদ এনডিটিভির।
সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি গ্যাস স্টেশনে সন্দেহভাজন আততায়ীর গুলিতে হায়দরাবাদের ২৬ বছর বয়সি এক ব্যক্তি নিহত হয়েছেন।
জানা যায়, রবি তেজা নামে নিহত ব্যক্তি হায়দরাবাদের আরকে পুরম গ্রিন হিলস কলোনীর বাসিন্দা। তিনি ২০২২ সালের মার্চ মাসে মাস্টার্স ডিগ্রির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান।
ভুক্তভোগী তার লেখাপড়া শেষ করার পরে শহরে চাকরি খুঁজছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।
হামলার পেছনের উদ্দেশ্য তদন্ত ও অপরাধীদের চিহ্নিত করতে স্থানীয় পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আর বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থী হত্যার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।