শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ট্রাম্প নির্বাচনে অংশ না নিলে আমারটাও নিশ্চিত নয়

বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩

প্রিন্ট করুন

ওয়েস্টন, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (৮০) বলেছেন, ‘বিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নিলে তিনি প্রার্থী হবেন কি-না তা নিশ্চিত নয়।’

ম্যাসাচুসেটসের ওয়েস্টনে মঙ্গলবার (৫ ডিসেম্বর) আগামী ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহকারীকে বাইডেন বলেন, ‘ট্রাম্প নির্বাচনে অংশ না নিলে আমারটাও নিশ্চিত নয়। কিন্তু, তাকে আমরা জিততে দিতে পারি না।’

তিনি সাবেক রিপাবলিকান আইন প্রণেতা লিজ চেনির বক্তব্যের প্রশংসা করেছেন। লিজ চেনি রোববার (৩ ডিসেম্বর) সতর্ক করে বলেছেন, ‘দুই বারের অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসলে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হবে।’

এছাড়া, ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসের পাশাপাশি আটলান্টিক ম্যাগাজিন ট্রাম্পের প্রত্যাবর্তনের ব্যাপারে সতর্ক করেছে। বাইডেন সে কথাও তুলে ধরেছেন।

এ দিকে, ওয়াশিংটনে ফিরে আসার পর সাংবাদিকরা ফের বাইডেনের কাছে জানতে চেয়েছেন ট্রাম্প বিহীন নির্বাচনে তিনি লড়বেন কি-না। উত্তরে বাইডেন বলেছেন, ‘ট্রাম্প নির্বাচনে অংশ নিলে আমাকেও নিতে হবে।’

ট্রাম্প যদি নিজেকে প্রত্যাহার করে নেন, তাহলে আপনিও কি তাই করবেন?
বাইডেন বলেন, ‘না, দেখা যাক।’

বলে রাখা ভাল, বাইডেনের বয়স নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ রয়েছে।
এ প্রেক্ষিতে কোন কোন ডেমোক্রেট নতুন প্রার্থীর জন্যে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।