বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ট্রাম্প হুমকি হয়ে উঠছেন বলে মনে করছেন প্রসিকিউটররা

সোমবার, আগস্ট ৭, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের জন্য দৃশ্যত হুমকি হয়ে উঠছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটিই মনে করছেন প্রসিকিউটররা। ট্রাম্প গোপনীয় অনেক তথ্য প্রমাণ প্রকাশ করে দিতে পারেন বলে মনে করেন তারা।

শুক্রবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প একটি পোস্ট দেয়ার পর এমন আশঙ্কা প্রকাশ করেছেন প্রসিকিউটররা। শুক্রবার ট্রাম্প তার ট্রুথ সামাজিক নেটওয়ার্কে লিখেছেন, ‘যদি তোমরা আমার পিছু নাও, তাহলে আমিও তোমাদের দেখে নেব।’

২০২০ সালের জাতীয় নির্বাচনে প্রতারণা সংশ্লিষ্ট এক মামলায় টাম্পের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। এতে তিনি দোষ স্বীকার করেননি। এর এক দিন পরই তিনি ওই পোস্ট দিয়েছেন।

তবে, ট্রাম্পের টিম জানিয়েছে, তিনি রাজনৈতিক বিরোধীদের উদ্দেশে পোস্ট দিয়েছেন।

এ জন্য তাকে কর্মকাণ্ড সীমাবদ্ধ করে দেয়ার জন্য দাবি জানিয়েছেন প্রসিকিউটররা।