ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সাথে সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রতিনিধি দল।
বুধবার (৪ ডিসেম্বর) ডিএমপির হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের অফিস অব লিগ্যাল অ্যাটাশের এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে রবার্ট জে ক্যামেরুন ও পুলিশ লিয়াজোঁ স্পেশালিস্ট মুহাম্মদ আমিনুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে ডিএমপি ও এফবিআইয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উভয়পক্ষের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ করা, সিটিটিসির কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের মত অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা ও পেশাগত মানোন্নয়নে একে অপরকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।