বুধবার, ০৫ মার্চ ২০২৫

শিরোনাম

ডেট্রয়েটে ‘রং দে মিশিগান’ ২২ মার্চ

মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫

প্রিন্ট করুন

মিশিগান, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েটে আগামী ২২ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রং দে মিশিগান। মিশিগানে রংয়ের উৎসব বা হোলি ফেস্টিভেল অব কালারস ইন মিশিগান।

ডেট্রয়েট ডাউন টাউনের মনরো স্ট্রিটে এ অনুষ্ঠান হবে। ২২ মার্চ দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

হোলির সাত রংয়ে ভিজে বলিউডের সঙ্গীতে হারিয়ে আনন্দের জোয়ারে ভাসিয়ে এ দিনটিকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছে ‘তামাশা নাইটস’। ‘তামাশা নাইটস’ এ পর্যন্ত আমেরিকার ১৫টিরও বেশী শহরে ৫০টির বেশী অনুষ্ঠান করে সফল হয়েছে। অভিজ্ঞতার আলোকে প্রতিটি অনুষ্ঠানে নতুন থিম নতুন কিছু দেয়ার চেষ্টা করে যাচ্ছে। মিশিগানেও এর ব্যতিক্রম হবে না। এতে থাকছে বলিউড ডিজে, নাচের মধ্যে রংয়ের ঝড়, ঐতিহ্যবাহী হোলি নাচ, অনবদ্য ঢোলের বাজনা ও নাচ, পাউডার রংয়ে রঙিন হবেন; আপনি যা ২০২৫ সালের স্মৃতি হয়ে থাকবে, থাকবে দেশী খাবারের দোকান, যেখানে পাবেন টক, ঝাল, মিষ্টির স্বাদ। থাকবে কেনাকাটার জন্য বিভিন্ন স্টল।

অনুষ্ঠানস্থলের রংয়ের দোকান থেকে পাউডার রংয়ের প্যাকেট কেনা যাবে, রংয়ের গুণমান বজায় রাখার জন্য বাইরের কোন রং ভিতরে নেয়া যাবে না। টিকেট কিনে ভিতরে ঢুকতে হবে। টিকেটের মূল্যে খাদ্য, পাণীয়, রং অন্তর্ভূক্ত নয়। টিকেটের মূল্য শুধু অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য। এই অনুষ্ঠানস্থলে ২১ বছর বয়েসী বা তার উর্ধ্বে যাদের বয়স তারা ঢুকতে পারবেন। তবে অবশ্যই সবাইকে রাজ্য কর্তৃক ইস্যুকৃত আইডি বা ড্রাইভার লাইসেন্স বা পাসপোর্ট নিয়ে আসতে হবে। টিকেট পাওয়া যাচ্ছে DESIEVENTSGO.COM-এ।