শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ডেলটা এয়ারলাইনসের ফ্লাইটে মা-মেয়েকে মাতাল যাত্রীর যৌন হেনস্তা; মামলা

সোমবার, জুলাই ৩১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রভিত্তিক ডেলটা এয়ারলাইনসের ফ্লাইটে মা ও তার মেয়েকে এক মদ্যপ পুরুষ যাত্রীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এ অভিযোগে মঙ্গলবার (২৫ জুলাই) ডেলটা এয়ারলাইনসের বিরুদ্ধে ২০ লাখ মার্কিন ডলারের ক্ষতিপূরণ মামলা হয়েছে। খবর ফক্স বিজনেসের।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে গ্রিসের এথেন্সগামী ডেলটা এয়ারলাইনসের একটি ফ্লাইটে যৌন হেনস্তার এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এটা ছিল নয় ঘণ্টার যাত্রাপথ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে করা এ মামলায় ডেলটা এয়ারলাইনসের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ আনা হয়েছে ও ভুক্তভোগী ডেলটা এয়ারলাইনসের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ‘ভুক্তভোগীরা ফ্লাইটটির পরিচারকদের কাছে সাহায্য চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু, তারা এ আবেদন উপেক্ষা করেন। যৌন হেনস্তাকারী মাতাল ও উগ্র মনোভাবাপন্ন থাকা সত্ত্বেও তাকে ফ্লাইটের পরিচারকেরা মদ পরিবেশন করতে থাকেন।’

মামলায় বলা হয়, ‘এ মদ্যপ পুরুষ যাত্রী মা ও মেয়ের পাশের আসনে বসেছিলেন। মাতাল যাত্রী বাদীদের (মা-মেয়ে) প্রতি আক্রমণাত্মক আচরণ করেছিল। প্রায় নয় ঘণ্টার ফ্লাইটে তিনি তাদের বাজেভাবে স্পর্শ করেছিলেন।’

মামলার অভিযোগ অনুযায়ী, ফ্লাইটটির কর্মীরা এ যৌন নিপীড়নের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ বা যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাকে জানাননি; বরং তারা মাতাল ব্যক্তিকে নির্বিঘ্নে ফ্লাইট থেকে চলে যেতে দিয়েছিলেন।