ঢাকা: বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার এমন বার্তায় বিএনপির নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (১৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সভায় এ মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ আরো বলেন, ‘বিএনপির নেতারা চেষ্টা করেছিলেন ডোনাল্ড লুর সাথে দেখা করার জন্য। তাদের আশায় গুড়ে বালি দিয়েছেন তিনি। ফলে, বিএনপি খেই হারিয়ে ফেলেছে। নির্বাচন থেকে বাইরে থাকার পথ বেছে নেয়ায়, তাদের আকাশ সংকুচিত হচ্ছে। আমরা চাই না, বিএনপি দুর্বল হোক। আমরা চাই, তারা শক্তিশালী হোক।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলেছেন ডোনাল্ড লু। তার এমন বার্তায় বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা আবোলতাবোল বকা শুরু করেছেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও জাতীয় পার্টির চেয়ারম্যান (সাবেক) হুসেইন মুহাম্মদ এরশাদ তারা দুইজনেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে খুনের প্রচেষ্টা চালিয়েছেন। এক বার নয়, বহু বার তারা তাকে খুন করার চেষ্টা করেছিলেন।’
বলে রাখা ভাল, তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার (১৬ মে) ভোর পৌনে চারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঢাকায় টানা দুই দিন ব্যস্ত সময় কাটান তিনি। এ সফরে তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কয়েকটি বৈঠক ও মত বিনিময় সভায় অংশ নেন। এর পূর্বে, মঙ্গলবার (১৪ মে) ঢাকায় পৌঁছানোর পর নাগরিক সমাজ, সাংবাদিক ও পরিবেশকর্মীদের সাথে বৈঠক করেন ডোনাল্ড লু। সবশেষ, বুধবার (১৫ মে) রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাস ভবনে বৈঠক করেন। সেখানে নৈশভোজে অংশ নেন তিনি।