শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথ

সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: ঢাকা মাতাতে আসবেন যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথ। নয়া বছরে চার্লির কনসার্ট আয়োজনের জন্য প্রস্তুতি চলছে। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সিলভার লাইন ইভেন্টস এ কনসার্টের আয়োজন করছে।

সিলভার লাইন ইভেন্টসের পক্ষ থেকে বৃষ্টি সুত্রধর পূজা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ২০২৪ সালের জানুয়ারিতে কনসার্টটির সব প্রস্তুতি শেষ করার পরিকল্পনা চলছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চার্লি পুথের অংশগ্রহণে এই কনসার্ট। ’

ফেব্রুয়ারির ঠিক কত তারিখে কনসার্টটি অনুষ্ঠিত হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ, অনুষ্ঠানটিতে অংশগ্রহণের তালিকায় থাকা দেশের শিল্পীদের সময়সূচি নির্ধারণের ওপরেও নির্ভর করছে তারিখ নির্ধারণ।

যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথ তার টিম নিয়ে অনুষ্ঠানের এক দিন পূর্বেই ঢাকায় পৌঁছাবেন। স্থান নির্বাচনের প্রথম তালিকায় রয়েছে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।

চার্লি পুথ গীতিকার ও রেকর্ড প্রযোজক। ২০১৫ সালে ‘সি ইউ এগেইন’ এর মাধ্যমে সবার নজর কাড়েন। গানটির গীতিকার, সহ-প্রযোজক তিনি নিজেই। গানটিতে তার সহ শিল্পী ছিলেন যুক্তরাষ্ট্রের র‍্যাপার উইজ খলিফা, এই গানটি মূলত হলিউড চলচ্চিত্র ‘ফিউরিয়াস সেভেন’ এর সাউন্ডট্রাকের জন্য করা হয়।

ইউটিউবে আপলোড করা হলে সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। গানটির সাফল্যের পর একাধিক গানের জন্য জনপ্রিয়তা পান এই হার্টথ্রব গায়ক।