সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

ঢাকা একুশে বইমেলায় শাহাদাৎ হোসেন চৌধুরীর ‘দ্বিচারিতা’র মোড়ক উন্মোচন

সোমবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৫

প্রিন্ট করুন

ঢাকা: সঢাকা অমর একুশে বইমেলায় সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরীর কাব্যগ্রন্থ ‘দ্বিচারিতার মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি স্টেটেন্ড আইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট কাজী আশরাফ হোসেন নয়ন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট শামসুদ্দিন হারুন। বিশেষ অতিথি ছিলেন সমাধারা’র সম্পাদক ও প্রকাশক সালেক নাসির উদ্দিন, কবি বাসুদেব নাথ ও সানাতুল হক চৌধুরী।

অনুষ্ঠানের বক্তারা বলেন, ‘দ্বিচারিতা কাব্যগ্রন্থে জটিল সমাজচিত্র আর জীবনের বিচিত্রতাকে তুলে ধরা হয়েছে। সমাজের অসঙ্গতি, মানুষের বহুমুখী আচরণ, সৎ ও সমাজ সেবকের আড়ালে অপকর্মের সাথে সংশ্লিষ্টতার নানা দিক তুলে ধরা হয়েছে।’

বক্তারা আরো বলেন, ‘জুলাই গনঅভ্যুত্থানে নিহত বীর শহীদদের বিরত্বগাঁথা এই কাব্যগ্রন্থকে আরো বেশি সমৃদ্ধ করেছে। প্রতিটি কবিতার শব্দচয়ন, ছন্দ পাঠকদের আকৃষ্ট করেছে।’

প্রসঙ্গত, দ্বিচারিতা কাব্যগ্রন্থ প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশন। এটি শাহাদাৎ হোসেন চৌধুরীর পঞ্চম গ্রন্থ। ঢাকা ও চট্টগ্রামের বইমেলায় অক্ষরবৃত্ত প্রকাশনের স্টলে এই বইটি পাওয়া যাচ্ছে।