বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

বুধবার, এপ্রিল ১০, ২০২৪

প্রিন্ট করুন

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রামের মোহাম্মদ আলী পর্যন্ত ১০৫ কিলোমিটার অংশে নির্বিঘ্নে যান চলাচল করছে। মহাসড়কে যাত্রীবাহী বাস ও ছোট ছোট যানবাহন চলাচল করছে স্বাভাবিক সময়ের মত।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ ব্যক্তিগত যানবাহনের সাথে যাত্রীবাহী বাস চলাচল করছে বেশি।’

এ দিকে, মহাসড়কের কুমিল্লার অংশের গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার, ক্যান্টনমেন্ট, আলখারচর, পদুয়ার বাজার, সুয়াগাজি, মিয়াবাজার, চৌদ্দগ্রাম, চিওড়া রাস্তার মাথা ও মোহাম্মদ আলীতে হাইওয়ে ও জেলা পুলিশের তৎপরতা দেখা গেছে।

এবারের ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্ব থেকেই হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন বিভিন্ন ব্যবস্থা নেয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।