ঢাকা: ঢাকা আমার একুশে বইমেলায় সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরীর উপন্যাস ‘হনন’র মোড়ক উম্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বইমেলা চত্বরে গ্রন্থ উম্মোচন মঞ্চে আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও প্রকাশক মোস্তাক আহমদ, কবি ও উপস্থাপক আসাদ কাজল, কবি মেহবুবা হক রুমা, তুলি আলম, বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক গোলাম মোর্শেদ, কবি এইচএম মেহেদী হাসান, আল মায়ামী, শাহাদাৎ হোসেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিমুনী খান রিনো।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘মাদক সুন্দর সম্ভাবনাময় জীবন, সংসার নিঃশেষ করে দেয়। দিক হারা হয়ে নিমজ্জিত হয় অন্ধকার জগতে। বেছে নেয় আত্মহননের পথ। এমনই এক ট্র্যাজেডি তুলে ধরা হয়েছে হনন উপন্যাসে।’
মোস্তাক আহমদ বলেন, ‘অমর একুশে বই মেলা ২০২৩ এ প্রথম গ্রন্থ হিসেবে ‘হনন’র মোড়ক উন্মোচিত হল। এ উপন্যাসে মাদকের বিষয়ে একটি সুন্দর মেসেজ রয়েছে। আশা করছি, হনন পাঠকপ্রিয়তা পাবে।’
‘হনন’ শাহাদাৎ হোসেন চৌধুরী লেখা চতুর্থ গ্রন্থ। এটি প্রকাশ করছে স্কিম প্রকাশ। ঢাকা বই মেলায় খড়ি মাটির ৫৫৮ নম্বর স্টলে ও তৃপ্তি প্রকাশ কুঠির ২৫ ও ২৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
হনন এর প্রচ্ছদ এঁকেছেন পীযুষ দস্তিদার। ভূমিকা লিখেছেন কবি মনিরুল মনির।
হনন উৎসর্গ করা হয়েছে লেখকের দুই সন্তান আবিয়াজ রাইয়ান চৌধুরী ও আবরার রাইয়ান চৌধুরীকে। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়াত নাট্যকার, নির্দেশক সেলিম নাশিন ও সাংবাদিক হিমাদ্রী রাহার প্রতি।