ঢাকা: পুরেো দেশে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার দশ দিন পর আজ রোববার (২৮ জুলাই) পুনরায় চালু করা হয়েছে।
রোববার (২৮ জুলাই) বিকাল তিনটায় সিবিএনটিভিইউএসএর বাংলাদেশের বিভিন্ন জেলার সংবাদদাতারা মোবাইল ইন্টারনেট সংযোগ চালু হয়েছে বলে জানান। তবে, ইন্টারনেটের ধীরগতির কথা উল্লেখ করেন তারা।
এর পূর্বে রোববার (২৮ জুলাই) সকাল ১১টায় ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক রোববার (২৮ জুলাই) বিকাল তিনটায় বিকাল তিনটার পরপরই মোবাইল ইন্টারনেট চালু হবে বলে সাংবাদিকদের জানান।
ফোরজি ইন্টারনেট সেবা চালুর পর আগামী তিন দিনের জন্য সব গ্রাহককে পাঁচ জিবি ইন্টারনেট বিনামূল্যে দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক, টিকটকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে বলে জানান তিনি।
বলে রাখা ভাল, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গেল ১৭ জুলাই রাত থেকে পুরো দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।