সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙ্গে দেয়ার দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের

রবিবার, আগস্ট ১৩, ২০২৩

প্রিন্ট করুন

কুমিল্লা: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ‘সরকার আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা ভাবছে। আমরা বলে আসছি, তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে। সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যেনতেনভাবে নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর সরকার। কথা বার্তা পরিস্কার, দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন দেশবাসী মেনে নেবে না।’

শনিবার (১২ আগস্ট) বিকালে কুমিল্লার হোটেল ছন্দু মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয সহ-সভাপতি ছাত্রনেতা নূরুল বশর আজিজী। বক্তব্য দেন ইসলামী আন্দোলন কুমল্লিা জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়্যব, সেক্রেটারি মাওলানা নূর হোসাইন, কুমিল্লা মহানগরের সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, সেক্রেটারী মাওলানা এনামুল হক মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরো বলেন, ‘দেশ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার সংঘাতের কবল থেকে দেশকে রক্ষার পরিবর্তে আরো উসকে দিচ্ছে।’

তিনি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে নিশ্চিত সংঘাতের হাত থেকে রক্ষার আহ্বান জানান।