ঢাকা: অবসর থেকে ফিরে অধিনায়ক হিসেবে দায়িত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। তবে, খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলবেন তিনি। এর আগে এশিয়া কাপে খেলবেন না রিহ্যাবের কারণে।
তামিম নেতৃত্ব ছেড়ে দেয়ায় নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে। এ ভাবনা ছিল না বিসিবির কর্তাদের। কিন্তু, সেই ভাবনাটাই ভাবতে হচ্ছে। তামিমের অধিনায়কত্ব ছাড়ার দিনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সেটাই বলেছেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাজমুল হাসান যা যা বললেন-
নতুন অধিনায়ক কে হচ্ছেন?
-অধিনায়ক এটা তো এখনো বলা কঠিন। ও যদি বলত যে, ও এশিয়া কাপটা খেলছে না, আমাদের অবশ্যই একজন তো আছেই লিটন দাস হত। কিন্তু, এটা তো হচ্ছে না। ও যে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছে, এটা আমি আজই জানলাম।
তামিমের না থাকাটা বড় ধাক্কা কি না?
-এটা অবশ্যই বড় ধাক্কা। হঠাৎ করে এখন একজন যাকেই আমরা ওয়ানডে অধিনায়ক ঘোষণা করব, সে বিশ্বকাপ পর্যন্ত যাবে। এখন সে এক থেকে দুই বছরের জন্য নতুন অধিনায়ক পাব। এটার জন্য প্রস্তুত ছিল না, এখন আমাদের এটা নিয়ে বসতে হবে। মূল জিনিসটা হল- দলের সবাই অধিনায়ক তামিম-সাকিব-মুশফিক। তবে, দল যদি জেতে, তাহলে তামিম আফসোস করবে না যে, কেন আমি অধিনায়ক ছিলাম না।
বিশ্বকাপে দলের সম্ভাবনা কেমন দেখছেন?
-ভাল করার সম্ভাবনা না থাকার কারণ দেখি না। কমে থাকলে এখন ওটাকে ফের ঠিক করতে হবে। চ্যালেঞ্জ থাকবে ওটাকে ফের ফিরিয়ে আনা। তামিম যদি প্রথমে যে সিদ্ধান্ত নিয়েছে না থাকা (অবসর), তাহলে সমস্যা হত। যেহেতু এখন সে ফিরেছে, সে আগের চেয়ে বেটার। ও অধিনায়ক না থাকা বোর্ডের জন্য সমস্যা। এখন একজনকে অধিনায়ক বানাব। কিন্তু, যাকেই বানাই না কেন তামিম-সাকিব-মুশফিকরা সাপোর্টিং দায়িত্বে থাকবে।
তামিমের চিকিৎসা নিয়ে…
-তামিম কিন্তু ঢাকাতেও এমআরআই স্ক্যান যা যা করার সব করেছে, ভারতে ব্যাংককে লন্ডনে নিজের থেকে চিকিৎসক দেখিয়েছে। এবার প্রথম দুবাই থেকে একটা রিপোর্ট পাঠায়, ওটা দেখে আমি দেখি যে একটা সমস্যা আছে। দেখার পরই আমি ওকে বলেছি, তুমি দেবাশীষসহ আমাকে ফোন কল কর। আমাকে কেন বলা হয়নি।
তামিমের ইনজুরি নিয়ে বোর্ডের দায়?
-আমার তো মেজাজই গরম হয়ে গেল রিপোর্ট দেখার পর। এই ব্যাপারটা আমাদের আরো ইনভেস্টিগেট করে বের করা দরকার। এটা যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে, তাতে একটা ব্যাপার আছে। এটা হওয়ার কথা না। এটা যদি ২০২২-এ হয়ে থাকে, তাহলে এত দিনে ভাল হয়ে যাওয়ার কথা। তো নিশ্চয়ই এটা নিয়ে অবহেলা করা হয়েছে, এ জন্যই আমাদের এমন কথা এখন শুনতে হচ্ছে। আগে থেকে চিকিৎসা করা হলে এত দিনে ভাল হয়ে যেত।