শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

তৃতীয় দফায় হত্যাচেষ্টা প্রতিরোধের দাবি/ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে বন্দুকধারী আটক

সোমবার, অক্টোবর ১৪, ২০২৪

প্রিন্ট করুন

ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশস্থলের কাছ থেকে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কোচেলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ট্রাম্পকে তৃতীয় বারের মত হত্যার প্রচেষ্টা ‘সম্ভবত প্রতিরোধ’ করা হয়েছে বলে ধারণা করছেন কর্মকর্তারা। সংবাদ বিবিসি ও আল জাজিরার।

শনিবার (১২ অক্টোবর) ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে ওই ব্যক্তি অবৈধভাবে শটগান ও গুলিভর্তি বন্দুক নিয়ে গিয়েছিলেন। ওই ব্যক্তির কাছ থেকে লোডেড আগ্নেয়াস্ত্রসহ একাধিক জাল পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে। তবে, কোন বিপদ ঘটার আগেই তাকে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তির নাম ভেম মিলার (৪৯)। তিনি একটি কালো এসইউভি চালিয়ে ট্রাম্পের সমাবেশ স্থলের কাছে এসেছিলেন। তখন তাকে সমাবেশ অনুষ্ঠানের বাইরে একটি চেকপোস্টে থামিয়েছিলেন পুলিশের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের রিভারসাইড কাউন্টি শেরিফ চাদ বিয়ানকো সাংবাদিকদের বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তির মনে কী ছিল, সে সম্পর্কে অনুমান করা অসম্ভব। তবে আমরা ধারণা করছি, আমাদের ডেপুটিরা সম্ভবত ট্রাম্পকে তৃতীয় বারের মত হত্যার চেষ্টাকে প্রতিরোধ করেছে।’

এর পূর্বে, শেরিফের কার্যালয় বিবৃতিতে বলেছে, ‘নেভাদার বাসিন্দা ভেম মিলার হিসাবে চিহ্নিত ৪৯ বছর বয়সী এক ব্যক্তিকে কোন ঘটনা ছাড়াই হেফাজতে নেয়া হয়েছিল। দুইটি বন্দুক ও একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন পাওয়ার পরে মিলার অভিযোগের মুখোমুখি হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।’

স্থানীয় একজন শেরিফ সন্দেহভাজন ব্যক্তিকে ‘পাগল’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘ওই ব্যক্তিকে আটক ট্রাম্প বা সমাবেশের অংশগ্রহণকারীদের নিরাপত্তাকে প্রভাবিত করেনি।’

এর পূর্বে, পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলিবর্ষণের মাধ্যমে প্রথম বার তাকে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। যদিও গুলি সেসময় ট্রাম্পের কানে লাগে। এরপরে ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচ এলাকায় মাঠে গলফ খেলার সময় ট্রাম্পের ওপর দ্বিতীয় বার হামলার চেষ্টা করা হয়। সে ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গলফ মাঠের ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরবর্তী তাকে গ্রেফতার করা হয়।