সিউল, দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে একটি খামার এলাকায় প্রশিক্ষণ মহড়ার সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (৬ মে) সকাল পৌনে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে, এতে কেউ হতাহত বা সম্পদের কোন ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগে এর পাইলট নিরাপদে বের হয়ে যান ও তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘অষ্টম ফাইটার উইংয়ে যুক্ত একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন জিয়ংগি প্রদেশের ওসান বিমান ঘাঁটির কাছের একটি কৃষি এলাকায় বিধ্বস্ত হয়।’
বিবৃতিতে বলা হয়, ‘নিয়মিত প্রশিক্ষণ মহড়া চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়। এ বিষয়ে তদন্ত চলছে।’
জিয়ংগি গভর্নর কিম দং-ইয়ন তার টুইটার একাউন্টে বলেছেন, ‘স্থানীয় দমকল বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে ও তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে।’
স্থানীয় সংবাদ মাধ্যম পরিবেশিত খবরে বলা হয়, ‘এ ঘটনা একটি প্রত্যন্ত এলাকায় ঘটায় এতে কোন প্রাণহানি বা ক্ষতি হয়নি।’
এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, তার আশপাশে কোন বেসামরিক ঘরবাড়ি না থাকায় এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
যুক্তরাষ্ট্র হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রধান নিরাপত্তা মিত্র এবং উত্তর কোরিয়ার কবল থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে দেশটিতে প্রায় সাড়ে ২৮ হাজার সেনা মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের।