শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিধ্বস্ত

মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

প্রিন্ট করুন

দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে, পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) প্রশিক্ষণ চলাকালীন বিমানটি বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের

ইয়োনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ‘সোমবার (১১ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ মহড়ার সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পূর্বেই পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয় ও পরে তাকে উদ্ধার করা হয়।’

যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ১৭৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসানের একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এক পর্যায়ে সেটি পীত সাগরে বিধ্বস্ত হয়।

তবে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এই ব্যাপারে কোন মন্তব্য করেনি।

এর পূর্বে, চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় সিউলের দক্ষিণাঞ্চলে কৃষি এলাকায় বিধ্বস্ত হয়। সেসময়ও পাইলট নিরাপদে বের হয়ে যান ও দুর্ঘটনায় অন্য কোন হতাহতের ঘটনা ঘটেনি।