সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

দুঃস্থদের মাঝে সিলেট সদর এসোসিয়েশন আমেরিকার শীতবস্ত্র ও খাদ্য বিতরণ

রবিবার, ফেব্রুয়ারী ২, ২০২৫

প্রিন্ট করুন

সিলেট: দুঃস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করেছে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট সদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ কার্যক্রম চালানো হয়।

শতাধিক দুঃস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য তুলে দেন সিলেট সফররত সংগঠনের সভাপতি আরসি টিটো, সাবেক ট্রাস্টি কল্লোল আহমদ, সাবেক নির্বাচন কমিশনার দুলাল মিয়া এনাম।

এ সময় সিলেট সদরের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন সংগঠনের সভাপতি আরসি টিটো ও সাধারণ সম্পাদক রাজিব খান।