শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

দৃশ্যছায়ার উদ্যোগে স্বল্প দৈর্ঘ্য পাঁচ চলচ্চিত্রের স্ক্রিনিং সেশন অনুষ্ঠিত

বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ‘দৃশ্যছায়া’র উদ্যোগে পাঁচটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের স্ক্রিনিং সেশন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

চলচ্চিত্রগুলো হল বাড়ি ভাড়া, হেভেন, পতাকা, হোক প্রতিবাদ, একটি খুনের বিবরণ।

প্রদর্শনীর আগে বক্তব্য দেন দৃশ্যছায়া’র কর্ণধার ইফতেখার আহমদ সায়মন।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অভিনেতা রফিউল কাদের রুবেল, মোহাম্মদ আলী, বাপ্পী হায়দার, আশরাফুল করিম সৌরভ, মোহাম্মদ ফোরকান, কমল, আবু তাহের সায়মন, সুনীল ধর, জানে আলম টিটু, সঞ্জীব বড়য়া, শিশু অভিনেত্রী উখিনু, এঞ্জেলা, অভিনেত্রী নাসরিন হীরা, প্রযোজক কাজী মাজহারুল হক, নাট্য পরিচালক রিয়াদ বিন মাহবুব, মোরশেদ হিমাদ্রী হিমু।

উপস্থিত ছিলেন দৃশ্যছায়ার কর্মী মুজিবুর রহমান ও শরফুদ্দিন।

প্রজেক্টরে ছিলেন মুরাদ হাসান ও জান্নাতুল পিংকি।