শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

দেউলিয়া সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নিল ফার্স্ট সিটিজেনস ব্যাংক

মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩

প্রিন্ট করুন

সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র: বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নিয়েছে ফার্স্ট সিটিজেনস ব্যাংক। এর মাধ্যমে সিলিকন ভ্যালির ১৭টি শাখা অধিগ্রহণ করল ব্যাংকটি। পাশাপাশি বন্ধ হওয়া ব্যাংকটির আমানতকারীদের দায়ও এখন তাদের। খবর নিউইয়র্ক টাইমসের।

চুক্তি অনুযায়ী এক হাজার ৬৫০ কোটি ডলার ছাড়ে এসভিবির সাত হাজার ২০০ কোটি ডলারের সম্পদ কিনছে ফার্স্ট সিটিজেনস ব্যাংক। বন্ধ হওয়া ব্যাংকটির পাঁচ হাজার ৬০০ কোটি ডলারের আমানতের দায়িত্বও নেবে তারা। এ ছাড়া. এসভিবির ১৭টি শাখারও দায়িত্ব নেবে ফার্স্ট সিটিজেনস ব্যাংক।

তারল্য সংকটে পড়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে গত ১০ মার্চ বন্ধ হয়ে যায় সান ফ্রান্সিসকোভিত্তিক সিলিকন ভ্যালি ব্যাংক। এরপর ব্যাংকটির দায়িত্ব নেয় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন।

দশ হাজার ৯০০ কোটি ডলারের সম্পদ এবং আট হাজার ৯৪০ কোটি ডলারের আমানতের মাধ্যমে এত দিন যুক্তরাষ্ট্রের ত্রিশতম বৃহৎ ব্যাংক হিসেবে পরিচিত ছিল ফার্স্ট সিটিজেনস ব্যাংক। তবে, সিলিকন ভ্যালি ব্যাংক কেনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ ১৫ ব্যাংকের একটিতে পরিণত হলো ফার্স্ট সিটিজেনস।

সমালোচকরা ফার্স্ট সিটিজেনস ব্যাংকের সিলিকন ভ্যালির মত বড় ব্যাংক কেনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছেন। তবে, সংকটগ্রস্ত ব্যাংক কেনার অভিজ্ঞতা রয়েছে নর্থ ক্যারোলিনার রেলেভিত্তিক ফার্স্ট সিটিজেনস ব্যাংকের।

ব্লুমবার্গের দেয়া তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর এ পর্যন্ত ২০টি ব্যাংক কিনে নিয়েছে ফার্স্ট সিটিজেনস ব্যাংক। ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত ফার্স্ট সিটিজেনস ব্যাংকের যুক্তরাষ্ট্রের ২১টি রাজ্যজুড়ে পাঁচ শতাধিক শাখা রয়েছে। সবশেষ প্রান্তিকে ২৪ কোটি ডলারেরও বেশি মুনাফা করেছিল ব্যাংকটি।