ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘দেশের কারাগারে ৩৬৩ জন বিদেশি নাগরিক আটক রয়েছে। এদের মধ্যে ভারতের নাগরিক বেশি। দেশটির ২১২ জন নাগরিক বাংলাদেশের কারাগারে আটক আছে। ভারতীয়দের মধ্যে ১১ জন কয়েদি, ৫৩ জন হাজতি ও মুক্তিপ্রাপ্ত ১৪৮ জন।
বুধবার (১২ জুন) জাতীয় সংসদে ফরিদা ইয়াসমিনের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ১৬টি দেশের নাগরিক আটক রয়েছে। এর মধ্যে মিয়ানমারের ১১৪ জন আটক রয়েছে বাংলাদেশের কারাগারে। এরমধ্যে ৫৮ জন কয়েদি, ৫০ জন হাজতি ও মুক্তিপ্রাপ্ত ছয়জন। অন্যান্য দেশের মধ্যে পাকিস্তানের সাতজন, নাইজেরিয়া ও মালয়েশিয়ার ছয়জন করে, চীন ও বেলারুশের চারজন করে, ক্যামেরুন ও পেরুর দুইজন করে এবং যুক্তরাষ্ট্র, বাতসোয়ানা, জর্জিয়া, তানজানিয়া, মালয় ও অ্যাংগোলার একজন করে নাগরিক আটক রয়েছে।’