মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৪.২২ শতাংশ

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫

প্রিন্ট করুন

ঢাকা: চূড়ান্ত হিসাবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমেছে। সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৮২ শতাংশ। চূড়ান্ত হিসাবে তা ১ দশমিক ৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ২২ শতাংশে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ‘সাময়িকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রাক্কলন ইতোপূর্বে প্রকাশ করা হয়েছিল। একপর্যায়ে চূড়ান্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে এ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রাক্কলন করা হয়েছে।’

চূড়ান্ত হিসাব অনুযায়ী, সাময়িক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধি কমেছে। নানা কারণে শিল্পের উৎপাদন প্রবৃদ্ধিও কমেছে। এ অর্থবছরে চূড়ান্তভাবে প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ২২ শতাংশ।

বিবিএস আরও জানায়, সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ২১ শতাংশ, যা চূড়ান্ত হিসেবে এসে দাঁড়িয়েছে ৩ দশমিক ৩০ শতাংশ।

এ সময়ে অর্ধেকের বেশি কমেছে শিল্প খাতের প্রবৃদ্ধি। সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ, যা চূড়ান্ত হিসেবে এসে কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ।

আর সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে সেবা খাতের প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৮০ শতাংশ, যা চূড়ান্ত হিসেবে এসে দাঁড়িয়েছে ৫ দশমিক ০৯ শতাংশ।