শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু একজনের

শনিবার, জানুয়ারী ২৮, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার ২৮ জানুয়ারি) দেশে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি পুরুষ। তার বয়স ৫১-৬০ বছরের মধ্যে। তিনি সিলেট বিভাগের সরকারি হাসপাতালে মারা যান।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ‘এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৪৪২ জন।’

এ ছাড়াও শনিবার ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দশজন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫১৬ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় দুই হাজার ১৫৩টি ও মোট নমুনা পরীক্ষা করা হয় দুই হাজার ১৫৫টি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ২২৪ জন।’

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।