মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৬১ জন হাসপাতালে ভর্তি

বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: দেশে গেল ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ৬ জুলাই) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৪৩৩ জন ও ঢাকার বাইরে ২২৮ জন রয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন দুই হাজার ১২৯ জন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি এক হাজার ৪৯০ জন এবং অন্যান্য বিভাগে ৬৩৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১১ হাজার ১১৬ জন। এদের মধ্যে ঢাকায় সাত হাজার ৮৯৯ জন ও ঢাকার বাইরে তিন হাজার ২১৭ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪ জনের। এ ছাড়া, ডেঙ্গু আক্রান্ত আট হাজার ৯২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।