ফোর্ট লডারডেল, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে রাজসিক আত্মপ্রকাশ ঘটেছে লিওনেল মেসির। বিশ্ব ফুটবলের সেরা তারকাকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতিই সম্পন্ন করে রেখেছিল মেজর লিগ সকারের ক্লাবটি। অনুষ্ঠানের নামও দিয়েছিল ‘দ্য আনভেইল’। যদিও তুমুল বৃষ্টি নির্ধারিত সময়ের আয়োজনটি শুরু হতে কিছুটা বিপত্তি ঘটায়। খবর এএফপির।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টায় জমকালো অনুষ্ঠানিটি শুরু হওয়ার কথা থাকলেও ঝড়-বৃষ্টির কারণে দুই ঘন্টা দেরীতে শুরু হয়। তবে, ২০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ফ্লোরিডার ফোর্ট লডারডেলে মিয়ামির হোম গ্রাউন্ড ডিআরভি পিএনকে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। বিশ্বসেরা প্রিয় তারকাকে বরণ করে নেয়ার সুযোগ কেউই হাতছাড়া করতে চায়নি।
মেসি যখন সাদা একটি টি-শার্ট পড়ে তিন পুত্র ও স্ত্রী এ্যান্তোলেনা রোকুজ্জসহ স্টেডিয়ামে ঢুকেন, তখন ভক্তদের উচ্ছসিত চিৎকারে পুরো পরিবেশ প্রকম্পিত হয়ে ওঠে। মেসি হেঁটে মঞ্চের মাঝামাঝি আসার সময়টাতে আকাশ ছিল আতশ বাজির ঝলকানিতে পরিপূর্ণ।
ক্লাবের মালিক ডেভিড বেকহ্যাম অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে বলেন, ‘মেসির আগমন তার কাছে স্বপ্ন পূরণের মতই।’
সাবেক এ ইংলিশ অধিনায়ক আরো বলেন, ‘লিও, ক্যারিয়ারের পরবর্তী ধাপে তুমি আমাদের ক্লাবকে বেছে নেয়ায় আমরা সবাই দারুন গর্বিত।’
এরপর তিনি স্প্যানিশ ভাষায় মেসিকে মিয়ামি পরিবারে স্বাগত জানান। ২০০৭ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দিয়ে বেকহ্যাম কার্যত মেজর লিগ সকারকে ভিন্ন এক মাত্রা উপহার দিয়েছিলেন।
এরপর মিয়ামির আরেক শেয়ার হোল্ডার জর্জ ম্যাস বলেন, ‘আজকের রাতটা আমাদের জন্য উপহার। এ শহরের জন্য এত বড় আনন্দের মুহূর্ত খুব কমই এসেছে। আজকে আমরা বৃষ্টির মধ্যে অনুষ্ঠানটি আয়োজন করছি। এ পানি পবিত্র। এটি আমাদের মুহূর্ত। এ দেশের ফুটবলের চিত্র পাল্টে দেয়ার মুহূর্ত। তুমি আমাদের নতুন নাম্বার টেন, যুক্তরাষ্ট্রের নাম্বার টেন।’
এ সময় মেসিকে মিয়ামির গোলাপি রঙের দশ নম্বর জার্সি উপহার দেয়া হয়।
মেসি বলেছেন, ‘আমাকে সমর্থন ও এত ভালবাসা দেয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মিয়ামিতে আসতে পেরে আমিও দারুন খুশী। সত্যিকার অর্থেই আমি এখানে অনুশীলন শুরু করতে ও মাঠে নামতে মুখিয়ে আছি। অন্যান্য ক্লাবের প্রতি আমার যে ধরনের আকাঙ্খা, প্রতিশ্রুতি ছিল, সেই একই ধরনের বিষয়গুলো এখানেও কাজ করবে। ক্লাবের উন্নতিতে যথাসাধ্য দেয়ার চেষ্টা করব। পরিবারসহ এ শহরে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এখানকার সময়টা যে উপভোগ্য হবে, তাতে কোন সন্দেহ নেই। আশা করছি, সবাই মিলে ভাল কিছু উপহার দিতে পারব।’
এর আগে মেজর লিগ সকারের তলানির ক্লাব ইন্টার মিয়ামি ২০২৫ সাল পর্যন্ত সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী মেসির সাথে চুক্তি সম্পন্ন করে। ফরাসি জায়ান্ট পিএসজির সাথে চুক্তি শেষ করে গেল মাসে মিয়ামিতে যোগ দেয়ার ঘোষণা দিয়েছিলেন মেসি।
আর্জেন্টাইন এ সুপারস্টারের সাথে তার দীর্ঘ দিনের বার্সেলোনা সতীর্থ স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বাসকুয়েটসকেও সমর্থকদের সাথে পরিচয় করিয়ে দেয়া ইন্টার মিয়ামির কর্তারা।
আগামী শুক্রবার মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে লিগ কাপে মেসির অভিষেক হতে পারে বলে আভাস পাওয়া গেছে।