রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও শীতবস্ত্র বিতরণের দাবি পাঁচ দলীয় বাম জোটের

বুধবার, জানুয়ারী ১৭, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: দেশজুড়ে প্রচন্ড শীতে ছিন্নমুল ও দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ ও বাজারের লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের মজুদদার ও কালোবাজারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে পাঁচ দলীয় বাম জোট। বুধবার (১৭ জানুয়ারী) জোটের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘রোজাকে সামনে রেখে পণ্যের দাম বৃদ্ধির পাঁয়তারা শুরু করেছে সরকারের আশীর্বাদপুষ্ট অসাধু ব্যবসায়ীরা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সিন্ডিকেট ভাঙা, পুরো দেশে রেশনিং ও পর্যাপ্ত ন্যায্য দামের দোকান চালু, রমজান মাস উপলক্ষে যেন নিত্য পণ্যের দাম বাড়াতে না পারে, এ জন্য ব্যবস্থা নিতে হবে।’

জোটের নেতারা বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আচমকা চালের দামের ঊর্ধ্বগতিতে খেটে খাওয়া মানুষরা দিশেহারা অবস্থায় পরেছেন। ব্যবসায়ী সিন্ডিকেট বিভিন্ন সময়ে আকস্মিক ও অযৌক্তিকভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে জনগণের পকেট কেটে নিয়ে যায়, তখন সরকার লোক দেখানো কিছু পদক্ষেপ নেয়। তাতে সমস্যার কোন সমাধান হয় না।’

বিবৃতিতে বলা হয়, ‘মুক্তবাজারের নামে লুটপাটের অর্থনীতি বহাল রেখে এই অবস্থার পরিবর্তন করা যাবে না। লুটপাটকারিদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। তাছাড়া বর্তমানে যে শীতের তীব্রতা ছিন্নমুল ও দরীদ্র জনগোষ্ঠী চরম কষ্টে আছে, তাদের মাঝে শীতবস্ত্র বিতরণের দাবি জানাই।’

বিবৃতি দাতারা হলেন পাঁচ দলীয় বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি এমএ সামাদ ও সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, সচেতন নাগরিক পার্টির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জামিরুল রহমান ডালিম, সোশ্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কসবাদী) সভাপতি গিয়াস উদ্দিন।