মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ধর্ম/সেনেগালে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি আবু রায়হান

সোমবার, এপ্রিল ৮, ২০২৪

প্রিন্ট করুন

ডাকার, সেনেগাল: সেনেগালে ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪ এর আসরে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি হাফেজ আবু রায়হান। সোমবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হাফেজ আবু রায়হান মুফতী আবদুল কাইয়ুম মোল্লা পরিচালিত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। গেল ২৪ ডিসেম্বর ঢাকার লালবাগ শাহী মসজিদে এ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বাছাইপর্বে তাকে নির্বাচিত করে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। পরে সে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেয়।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতা-২০২৪ এর আসরে বিশ্বের উল্লেখযোগ্য ২৮টি দেশের প্রতিযোগী অংশ নেয়। সেনেগালের রোববার (৭ এপ্রিল) রাত দশটায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ, দ্বিতীয় স্থান অর্জন করে মিসর ও তৃতীয় স্থান অর্জন করে সেনেগাল। প্রথম পুরস্কার জয়ী বাংলাদেশি হাফেজ আবু রায়হান পান ২০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ লাখ ২৯ হাজার টাকা), দ্বিতীয় পুরস্কার দশ হাজার মার্কিন ডলার, তৃতীয় পুরস্কার তিন হাজার ডলার।’

বাংলাদেশি হাফেজ আবু রায়হানকে পুরস্কার হিসেবে প্রায় ২১ লাখ ৯২ হাজার টাকা, সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন শায়েখ ইব্রাহিম নিয়াস আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রধান শায়েখ আব্দুল মালিক নিয়াস।

‘শিশু ক্বারী’ হিসেবে খ্যাতি পাওয়া হাফেজ আবু রায়হান ২০১৮ সালে কাতারে অনুষ্ঠিত টেলিভিশন ভিত্তিক রিয়েলিটিশো তিজানুন নূর তথা জিম টিভিতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।