বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ধর্ষণের অভিযোগে ট্রাম্পের বিচার শুরু

বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ধর্ষণের অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মঙ্গলবার (২৫ এপ্রিল) নিউইয়র্কের আদালতে বিচার শুরু হয়েছে। বিচারকাজ এক থেকে দুই সপ্তাহ চলবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।

প্রায় ৩০ বছর আগে ই জিন ক্যারল নামের এক কলামিস্টকে ট্রাম্প ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। তবে, এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।

ক্যারলের অভিযোগ, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে তাকে একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিংরুমে ধর্ষণ করেন ট্রাম্প। এ ঘটনায় দেওয়ানি মামলায় ট্রাম্পকে অভিযুক্ত করেছেন তিনি। পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও এনেছেন ক্যারল।

অভিযোগ অস্বীকার করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ক্যারল নিজের প্রচারণার জন্য এমন অভিযোগ করেছেন।’

২০২২ সালে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ক্যারলের অভিযোগকে ধাপ্পাবাজি বলেও উড়িয়ে দিয়েছিলেন ট্রাম্প।